রবিবার দুপুরে হাতীবান্ধা থানা পুলিশ আটক ব্যক্তিদের জেল হাজতে পাঠিয়ে দেয়।
এর আগে শনিবার দিবাগত রাতে উপজেলার দইখাওয়া বিওপি ক্যাম্প সংলগ্ন ভুটিয়ামঙ্গল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আরও পড়ুন: যশোর কারাগারে ভারতীয় নাগরিকের মৃত্যু
তারা হলেন, কুচবিহার জেলা শীতলখুচি থানার গিতলদহ গ্রামের জাহেদুল ইসলামের ছেলে আমির হোসেন বুলেট (২০), ইনছার আলীর ছেলে জয়নাল (৪৫), মজিবুর মিয়ার ছেলে আলমগীর হোসেন (২০), তৈয়ব আলীর ছেলে রেজাউল মিয়া রোহান (২০) ও ভারতীয় নাগরিকদের সহায়তাকারী উপজেলার আমঝোল গ্রামের রেজাউল করিম (২৫)।
আরও পড়ুন: কানাইঘাট সীমান্তে মাদকসহ ভারতীয় নাগরিক আটক
পুলিশ জানায়, আটক ব্যক্তিরা শনিবার রাতে জেলার হাতীবান্ধা উপজেলার দইখাওয়া বিওপি ক্যাম্প সংলগ্ন ভুটিয়ামঙ্গল এলাকায় সন্দেহজনকভাবে ঘুরাফেরা করছে। এ সময় বিওপির সুবেদার হারুন অর রশিদের নেতৃত্বে বিজিপি জোয়ানরা তাদের আটক করে হাতীবান্ধা থানায় সোপর্দ করে। রবিবার দুপুরে হাতীবান্ধা থানা পুলিশ আটকদের জেল হাজতে প্রেরন করেন।
আরও পড়ুন: পিয়াইন নদীতে মিলল ভারতীয় নাগরিকের লাশ
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক জানান, দইখাওয়া সীমান্তে বিজিবি চারজন ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করায় আটক করে থানায় প্রেরণ করে। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করার দায়ে তাদের জেল হাজতে পাঠানো হয়।